পটুয়াখালী ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতি অর্ধ কোটি টাকার সম্পদ

পটুয়াখালী ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতি অর্ধ কোটি  টাকার সম্পদ

আব্দুল আলীম খান পটুয়াখালী  প্রতিনিধি:  আজ রবিবার ৩  ফেব্রুয়ারি আনুমানিক সকাল ৪ ঘটিকার সময় পটুয়াখালী সেন্টার পাড়ায় অগ্নিকান্ডে চয়েজ ও নন্দীনী টেইলার্স  সহ সর্বমোট ৪ টি দোকান ও ২ টি বাসা পুরে গেছে এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শহরের ৫ নং ওয়ার্ড কালীবাড়ী রোডস্থ মোড়ে অগ্নিকান্ড টি ঘটেছ।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পটুয়াখালী নির্বাহী অফিসার লতিফা জান্নাতি,জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান মোহন,পটুয়াখালী চেম্বার অব-কমার্সের সভাপতি মোঃ মহিউদ্দিন আহম্মেদ,জেলা যুবলীগের আহ্বায়ক এ্যাড. আরিফুজ্জামান রনি ও সদর থানার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।পরিদর্শন কালে সকলে ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন। ব্যবসায়ী ও বাড়ির মালিক জানায় তারা সকলে পথে বসে গেছে এখন তাদের উপায় হবে। সকল পরিদর্শন গন ক্ষতিগ্রস্থদের সান্তনা দেন। আশে পাশের দোকান বাড়িঘড় অগ্নিকান্ড থেকে রেহাই পাওয়ায় ধন্যবাদ জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে না আনলে আরো কয়েক গুন ক্ষতি হয়ে যেতে পারত।

প্রায় ১ ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আনা হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ইলেক্ট্রিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সুত্রপাত বলে জানাগেছে । এবং এলাকাবাসী জনগন বিদ্যুৎ অফিস কর্মকর্তাদের ফোন করলে তারা গাফেলতি করে বলে সকলে অফিযোগ জানিয়েছে। গাফেলতির বিষয়গুললো ক্ষতিয়ে দেখা হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিদর্শন গন।